সর্বশেষ

6/recent/ticker-posts

Header Ads Widget

সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

বিশেষ প্রতিনিধি : সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহর কাদরা এলাকায় ল্যান্ড ক্রুজারের ধাক্কায় সাজ্জাদ হোসেন অনিক (২৩) নামে এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মধ্যপাড়া শান্তিরবাগ এলাকার ইকবাল হোসেনের ছেলে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাতে এই দুর্ঘটনাটি ঘটে। 


নিহতের মামা প্রবাসী বিল্লাল হোসেন জানান, সাজ্জাদ রাস আল খাইমাহর কাদরা এলাকায় একটি খেজুর প্রসেসিং কোম্পানিতে সেলসম্যান হিসেবে কাজ করতেন। মঙ্গলবার সারাদিনের কাজ শেষে রাত সাড়ে আটটার দিকে সাইকেলে করে তিনি তার আরেক মামা সোহেল মিয়ার সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। যাওয়ার পথে একটি ল্যান্ড ক্রুজার গাড়ি সাইকেলটিকে পিছন থেকে ধাক্কা দিলে মাথায় গুরুতর আঘাত পান অনিক। আশঙ্কাজনক অবস্থায় শারজাহর আল দাহিদ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পুলিশ দুর্ঘটনার সঙ্গে জড়িত গাড়ি ও তার চালককে আটক করেছে।


পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য হিসেবে সংসারের হাল ধরতে ২০২১ সালে আরব আমিরাতে আসেন অনিক। দেশে তার বাবা-মা ও তিন ভাইবোন রয়েছে। আট মাস আগে দেশে ছুটিতে গিয়েছিলেন তিনি।


বর্তমানে তার লাশ দাহিদ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। প্রয়োজনীয় পুলিশি তদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে মরদেহে দেশে পাঠানো হবে বলে জানা গিয়েছে।




বিশেষ সংবাদদাতা/তিতাস টাইমস২৪

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

© TitasTimes24 All Rights Reserved

class='remove-footer'>